ফেদেরারের আরেকটি হার
অধরা ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা পেয়েছেন গতবার। কিন্তু ক্লে-কোর্টে সাম্প্রতিক যা পারফরম্যান্স, সে সাফল্য ধরে রাখতে পারবেন কি না, শঙ্কা এখন তা নিয়েই। গত মাসে রোম মাস্টার্সের প্রথম রাউন্ডেই হেরেছিলেন, এবার এস্তরলি ওপেনে হারলেন র্যাঙ্কিংয়ের ৩৪-এ থাকা স্পেনের আলবার্ট মনটানেসের কাছে।
৬-২, ৭-৬ (৭-৫) সেটে জেতা মনটানেসের কাছে চারবারের দেখায় এই প্রথম হারলেন ফেদেরার। ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মনটানেসের প্রতিদ্বন্দ্বী স্বদেশি গুইলেরমো গার্সিয়া-লোপেজ। স্পেনের আরাঞ্জা পারা সান্টোনিয়াকে ৬-২, ৫-৭, ৬-৩ সেটে হারিয়ে মেয়েদের শিরোপা জিতেছেন লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা।
ওদিকে দুই মাস পর কোর্টে ফিরেই হার দেখলেন মারিয়া শারাপোভা। মাদ্রিদ মাস্টার্সের প্রথম রাউন্ডেই কাল ৬-৪, ৬-৩ গেমে হেরে বিদায় নিলেন লুসি শাফারোভার কাছে।
৬-২, ৭-৬ (৭-৫) সেটে জেতা মনটানেসের কাছে চারবারের দেখায় এই প্রথম হারলেন ফেদেরার। ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মনটানেসের প্রতিদ্বন্দ্বী স্বদেশি গুইলেরমো গার্সিয়া-লোপেজ। স্পেনের আরাঞ্জা পারা সান্টোনিয়াকে ৬-২, ৫-৭, ৬-৩ সেটে হারিয়ে মেয়েদের শিরোপা জিতেছেন লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা।
ওদিকে দুই মাস পর কোর্টে ফিরেই হার দেখলেন মারিয়া শারাপোভা। মাদ্রিদ মাস্টার্সের প্রথম রাউন্ডেই কাল ৬-৪, ৬-৩ গেমে হেরে বিদায় নিলেন লুসি শাফারোভার কাছে।
No comments