পলিগ্রাফ পরীক্ষা নিষিদ্ধ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট পুলিশি জিজ্ঞাসাবাদের সময় আসামিকে ওষুধ প্রয়োগের মাধ্যমে সত্য উদ্ঘাটনের পদ্ধতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আদালত বলেছেন, এ পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ নিয়মে জিজ্ঞাসাবাদের আগে সন্দেহভাজন আসামির সম্মতি নেওয়া জরুরি। অনুমতি ছাড়া এ পদ্ধতি প্রয়োগ করা যাবে না। এমনকি এ পদ্ধতিতে পাওয়া বক্তব্যকে সাক্ষ্য-প্রমাণ হিসেবেও গ্রহণ করা যাবে না।
প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণের নেতৃত্বাধীন তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। কয়েকজন অভিযুক্ত আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দিয়ে বলেছেন, ‘নারকো, ব্রেন ম্যাপিং ও পলিগ্রাফ পরীক্ষা (ছকচিত্রের মাধ্যমে মস্তিষ্কের কম্পন পরিমাপ যন্ত্রের সাহায্যে জিজ্ঞাসাবাদ) অবৈধ। এ পদ্ধতিতে মানুষের ব্যক্তিস্বাধীনতার লঙ্ঘন হয়।
ভারতীয় পুলিশ সম্প্রতি গুরুত্বপূর্ণ অনেক মামলায় সন্দেহভাজন আসামিদের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করেছে।
প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণের নেতৃত্বাধীন তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। কয়েকজন অভিযুক্ত আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দিয়ে বলেছেন, ‘নারকো, ব্রেন ম্যাপিং ও পলিগ্রাফ পরীক্ষা (ছকচিত্রের মাধ্যমে মস্তিষ্কের কম্পন পরিমাপ যন্ত্রের সাহায্যে জিজ্ঞাসাবাদ) অবৈধ। এ পদ্ধতিতে মানুষের ব্যক্তিস্বাধীনতার লঙ্ঘন হয়।
ভারতীয় পুলিশ সম্প্রতি গুরুত্বপূর্ণ অনেক মামলায় সন্দেহভাজন আসামিদের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করেছে।
No comments