রুনির যোগ্য সঙ্গী চায় ম্যানইউ
স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চতুর্থ শিরোপা জয়। এই দৌড়ে এখনো আছে তারা। তবে সেই থাকাটাও যেন কেমন নিরালম্ব। এবার যা হয় হবে, আর তো কিছু করার নেই। তবে আগামী মৌসুমে এমন যেন না হয়, ম্যানচেস্টার ইউনাইটেডে শুরু হয়ে গেছে সেই ভাবনা-চিন্তা।
তাহলে কী করতে হবে ম্যানইউকে? বয়সী ম্যানইউতে আমদানি করতে হবে তরুণ খেলোয়াড়। এমন খেলোয়াড় যাঁরা তুঙ্গস্পর্শী ফর্মে থাকা ওয়েইন রুনিকে দিতে পারবে যোগ্য সঙ্গত। এই মৌসুমের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করেছে ম্যানইউ। কিছুদিন পর ম্যানইউ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন কার্লোস তেভেজ। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি দিমিতার বারবেতভ। একমাত্র উইগান থেকে এ মৌসুমে ম্যানইউতে যোগ দেওয়া ভ্যালেন্সিয়াই যতটুকু সাহায্য করতে পেরেছেন রুনিকে। শেষ দিকে এসে তো রুনিও পড়েন ইনজুরিতে। সব মিলিয়ে রুনির যোগ্য সঙ্গতের অভাবটা ভালোভাবেই টের পেয়েছে ম্যানইউ।
এটা আগামী মৌসুমে যেন না হয়, ম্যানইউতে এখন আলোচনা তা নিয়েই। আক্রমণ ভাগে নতুন খেলোয়াড় কেনার কথা ভাবছে তারা।
তাহলে কী করতে হবে ম্যানইউকে? বয়সী ম্যানইউতে আমদানি করতে হবে তরুণ খেলোয়াড়। এমন খেলোয়াড় যাঁরা তুঙ্গস্পর্শী ফর্মে থাকা ওয়েইন রুনিকে দিতে পারবে যোগ্য সঙ্গত। এই মৌসুমের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করেছে ম্যানইউ। কিছুদিন পর ম্যানইউ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন কার্লোস তেভেজ। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি দিমিতার বারবেতভ। একমাত্র উইগান থেকে এ মৌসুমে ম্যানইউতে যোগ দেওয়া ভ্যালেন্সিয়াই যতটুকু সাহায্য করতে পেরেছেন রুনিকে। শেষ দিকে এসে তো রুনিও পড়েন ইনজুরিতে। সব মিলিয়ে রুনির যোগ্য সঙ্গতের অভাবটা ভালোভাবেই টের পেয়েছে ম্যানইউ।
এটা আগামী মৌসুমে যেন না হয়, ম্যানইউতে এখন আলোচনা তা নিয়েই। আক্রমণ ভাগে নতুন খেলোয়াড় কেনার কথা ভাবছে তারা।
No comments