আইসিসি খুশি
২০০৭ বিশ্বকাপে বড় দর্শক-খরা দেখেছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্যালারি যে একেবারে দর্শকে ঠাসা, তা নয়। তবে দর্শকের উপস্থিতি এবার বেড়েছে। আর এর পেছনে আইসিসি বড় করে দেখছে তাদের একটি সিদ্ধান্তকেই। ২০০৭ বিশ্বকাপে দর্শকদের ঢাকঢোল ও বাদ্য-বাজনা নিয়ে মাঠে ঢোকায় বিধিনিষেধ ছিল। সেই বিধিনিষেধ এবার তুলে নিয়েছে আইসিসি। আর এতে ক্যারিবীয়রা যে সাড়া দিয়েছে, তা দেখে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘দর্শককে মাঠে ফিরিয়ে আনতে কী করতে হবে, সেটা বুঝতে পেরেছিলাম আমরা। এখন ফলটা দেখাই যাচ্ছে। স্থানীয় দর্শকদের তাদের প্রিয় বাদ্য-বাজনা নিয়ে মাঠে আসতে দেওয়াটাই একটা ব্যবধান গড়ে দিয়েছে
No comments