পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব সিউলের
দক্ষিণ কোরিয়া যৌথভাবে পরিচালিত শিল্প স্থাপনায় আন্তসীমান্ত যাতায়াত সহজ করার ব্যাপারে এ মাসের শেষে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায়। এ ব্যাপারে তারা একটি প্রস্তাবও পিয়ংইয়ংকে দিয়েছে।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়, তারা উত্তর কোরিয়ার কাছে একটি প্রস্তাব দিয়েছে। সীমান্তের ঠিক উত্তর দিকে অবস্থিত কায়েসং নগরের সঙ্গে পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটানোর উপায় নিয়ে আলোচনার জন্য সামরিক কর্মকর্তারা ২৩ ফেব্রুয়ারি বৈঠক করতে চান। গত মাসের শেষ দিকে বিতর্কিত সাগর সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরও দুই পক্ষ সম্পর্ক উন্নয়নে বা যৌথ বাণিজ্যিক উদ্যোগ পুনরায় শুরু করার লক্ষ্যে বৈঠকে বসার ব্যাপারে এগিয়ে যাওয়ায় অনেকে এটাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়, তারা উত্তর কোরিয়ার কাছে একটি প্রস্তাব দিয়েছে। সীমান্তের ঠিক উত্তর দিকে অবস্থিত কায়েসং নগরের সঙ্গে পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটানোর উপায় নিয়ে আলোচনার জন্য সামরিক কর্মকর্তারা ২৩ ফেব্রুয়ারি বৈঠক করতে চান। গত মাসের শেষ দিকে বিতর্কিত সাগর সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরও দুই পক্ষ সম্পর্ক উন্নয়নে বা যৌথ বাণিজ্যিক উদ্যোগ পুনরায় শুরু করার লক্ষ্যে বৈঠকে বসার ব্যাপারে এগিয়ে যাওয়ায় অনেকে এটাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।
No comments