মহাকাশ স্টেশনের পর্যবেক্ষণ ডেক স্থাপনের কাজ শুরু
মার্কিন নভোযান এনডেভরের দুজন নভোচারী তাঁদের সাম্প্রতিক অভিযানে গত বৃহস্পতিবার প্রথমবার মহাকাশে হেঁটেছেন। এর মাধ্যমে তাঁরা পৃথিবী থেকে সঙ্গে নিয়ে যাওয়া পর্যবেক্ষণ ডেকটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) স্থাপন করার কাজ শুরু করেন। গত সোমবার ছয়জন নভোচারী নিয়ে যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আইএসএসের উদ্দেশে রওনা হয় এনডেভর।
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, রবার্ট বেনকেন ও নিকোলাস প্যাট্রিক বৃহস্পতিবার রাতে মহাকাশে হাঁটা শুরু করেন। তাঁরা আইএসএসে একটি নতুন ‘ট্রাংকুইলিটি মডিউল’ স্থাপন করবেন। এর মাধ্যমে মহাকাশ স্টেশনে সাত জানালাবিশিষ্ট একটি পর্যবেক্ষণ ডেক যুক্ত হবে, যেখান থেকে নভোচারীরা পৃথিবী ও মহাকাশের বিভিন্ন অংশ দেখতে পাবেন। বেনকেনের জন্য এটি চতুর্থবারের মতো মহাকাশে হাঁটার অভিজ্ঞতা হলেও প্যাট্রিকের জন্য এই অভিজ্ঞতা প্রথম।
নাসার জন্য মডিউলটি তৈরি করেছে ইউরোপীয় সংস্থা থালেস আলেনিয়া স্পেস। এতে একসঙ্গে দুজন নভোচারী অবস্থান করতে পারবেন।
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, রবার্ট বেনকেন ও নিকোলাস প্যাট্রিক বৃহস্পতিবার রাতে মহাকাশে হাঁটা শুরু করেন। তাঁরা আইএসএসে একটি নতুন ‘ট্রাংকুইলিটি মডিউল’ স্থাপন করবেন। এর মাধ্যমে মহাকাশ স্টেশনে সাত জানালাবিশিষ্ট একটি পর্যবেক্ষণ ডেক যুক্ত হবে, যেখান থেকে নভোচারীরা পৃথিবী ও মহাকাশের বিভিন্ন অংশ দেখতে পাবেন। বেনকেনের জন্য এটি চতুর্থবারের মতো মহাকাশে হাঁটার অভিজ্ঞতা হলেও প্যাট্রিকের জন্য এই অভিজ্ঞতা প্রথম।
নাসার জন্য মডিউলটি তৈরি করেছে ইউরোপীয় সংস্থা থালেস আলেনিয়া স্পেস। এতে একসঙ্গে দুজন নভোচারী অবস্থান করতে পারবেন।
No comments