বাগান রক্ষায় স্থলমাইন
চোরের উপদ্রব থেকে সম্পদ রক্ষায় লোকজন বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়। উপায়ান্তর না পেয়ে কেউ বা রাত জেগে পাহারাও দেয়। কিন্তু রাশিয়ার পূর্বাঞ্চলে প্রিমোরাই এলাকার বাসিন্দা আলেকসান্দার স্কপিনতসেভ যে ঘটনা ঘটিয়েছেন তা রীতিমত ভয়ানক। চীন সীমান্তের কাছে রাশিয়ার পূর্বাঞ্চলে প্রিমোরাই এলাকার ওই বাসিন্দা আলেকসান্দার স্কপিনতসেভ গত বছরের জুলাই মাসে তাঁর গ্যারেজে তিনটি বিশেষ ভূমিমাইন দিয়ে বিস্ফোরক ফাঁদ তৈরি করেন এবং সেগুলো তাঁর বাগানের চারপাশে পুঁতে রাখেন।
কৌঁসুলিরা জানিয়েছেন, স্কপিনতসেভ আদালতে স্বীকার করেছেন, চোরের হাত থেকে তাঁর বাগান রক্ষার জন্য তিনি ওই ভূমিমাইনগুলো তৈরি করেছিলেন। গত বছরের আগস্ট মাসে এক ব্যক্তি তাঁর বাগানে চুরি করতে গিয়ে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে আহত হলে বিষয়টি জানাজানি হয়। এর পরই স্কপিনতসেভকে গ্রেপ্তার করা হয়।
অবৈধভাবে বিস্ফোরক তৈরি ও তা কাছে রাখার দায়ে আদালত তাঁকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।
কৌঁসুলিরা জানিয়েছেন, স্কপিনতসেভ আদালতে স্বীকার করেছেন, চোরের হাত থেকে তাঁর বাগান রক্ষার জন্য তিনি ওই ভূমিমাইনগুলো তৈরি করেছিলেন। গত বছরের আগস্ট মাসে এক ব্যক্তি তাঁর বাগানে চুরি করতে গিয়ে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে আহত হলে বিষয়টি জানাজানি হয়। এর পরই স্কপিনতসেভকে গ্রেপ্তার করা হয়।
অবৈধভাবে বিস্ফোরক তৈরি ও তা কাছে রাখার দায়ে আদালত তাঁকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।
No comments