ঢাকায় চার দিনব্যাপী প্রকৌশল শিল্প মেলা শুরু
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী এক প্রকৌশল শিল্পমেলা শুরু হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।
দেশ-বিদেশের ১০০টিরও বেশি কোম্পানি এ মেলায় অংশ নিয়ে নির্মাণ, প্রকৌশল, শক্তি ও বিদ্যুত্ খাতের নিত্যনতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এর মধ্যে ভারত, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের ২৫টি কোম্পানি রয়েছে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ), আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলাটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে শিল্পসচিব দেওয়ান জাকির হোসেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাবুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাকারিয়া ভূঁইয়া এবং আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক কে নন্দ গোপাল উপস্থিত ছিলেন।
দেশ-বিদেশের ১০০টিরও বেশি কোম্পানি এ মেলায় অংশ নিয়ে নির্মাণ, প্রকৌশল, শক্তি ও বিদ্যুত্ খাতের নিত্যনতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এর মধ্যে ভারত, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের ২৫টি কোম্পানি রয়েছে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ), আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলাটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে শিল্পসচিব দেওয়ান জাকির হোসেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাবুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাকারিয়া ভূঁইয়া এবং আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক কে নন্দ গোপাল উপস্থিত ছিলেন।
No comments