কানাডার কয়েকটি বিমানবন্দরে বসছে অত্যাধুনিক স্ক্যানার by সুব্রত নন্দী, টরন্টো (কানাডা)
কয়েক মাসের মধ্যে কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৪৪টি উচ্চক্ষমতাসম্পন্ন স্ক্যানার যন্ত্র বসানো হবে। ন্যাকেড বডি স্ক্যানার নামের এসব যন্ত্র বিমানযাত্রীদের আপাদমস্তক স্ক্যান করবে। কানাডার পরিবহন প্রতিমন্ত্রী রব ম্যারিফিল্ড ও পরিবহনমন্ত্রী জন ব্যারিড মঙ্গলবার অটোয়ায় সংবাদমাধ্যমগুলোকে এ কথা বলেন।
দুই মন্ত্রী বলেন, বড়দিনে নাইজেরীয় এক উগ্রপন্থী যুবক যুক্তরাষ্ট্রের বিমানে বোমা হামলার চেষ্টা করেছিলেন। ওই উগ্রপন্থী বিমানযাত্রীদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আর এ জন্য অনেকটা বাধ্য হয়েই তাঁরা যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তাকেও আমলে নিচ্ছেন না।
দুই লাখ ৫০ হাজার ডলার মূল্যমানের একেকটি স্ক্যানার বিমানযাত্রীর শরীরের ত্রিমাত্রিক চিত্র প্রদর্শনের মাধ্যমে স্বচ্ছভাবে তুলে ধরবে। এসব স্ক্যানার আপাতত ভ্যাঙ্কুভার, ক্যালগ্যারি, এডমন্টন, টরন্টো ও মন্ট্রিয়ালের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্থাপিত হবে। পর্যায়ক্রমে দেশের সব কটি বিমানবন্দরে ওই ধরনের স্ক্যানিং যন্ত্র বসানো হবে।
কানাডার পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওই স্ক্যানার ছাড়াও বিমানবন্দরগুলোতে আরও কিছু উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো হবে, যাতে সন্দেহজনক যাত্রীরা সহজেই ধরা পড়ে। পরে তাকে স্ক্যানিংয়ের আওতায় নেওয়া হবে। ইতিমধ্যে কানাডার প্রধান প্রধান বিমানবন্দরে যাত্রীদের হাতে বহনকারী লাগেজ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের পক্ষ থেকে এমন ব্যবস্থায় অনেকেই খুশি হয়েছেন।
ফ্রান্স থেকে কানাডায় বেড়াতে আসা পর্যটক জন ফ্রাসি বলেন, ‘এমন ব্যবস্থায় সাধারণ যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং অধিকতর নিরাপত্তা পেয়ে আমরা খুশি।
দুই মন্ত্রী বলেন, বড়দিনে নাইজেরীয় এক উগ্রপন্থী যুবক যুক্তরাষ্ট্রের বিমানে বোমা হামলার চেষ্টা করেছিলেন। ওই উগ্রপন্থী বিমানযাত্রীদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আর এ জন্য অনেকটা বাধ্য হয়েই তাঁরা যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তাকেও আমলে নিচ্ছেন না।
দুই লাখ ৫০ হাজার ডলার মূল্যমানের একেকটি স্ক্যানার বিমানযাত্রীর শরীরের ত্রিমাত্রিক চিত্র প্রদর্শনের মাধ্যমে স্বচ্ছভাবে তুলে ধরবে। এসব স্ক্যানার আপাতত ভ্যাঙ্কুভার, ক্যালগ্যারি, এডমন্টন, টরন্টো ও মন্ট্রিয়ালের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্থাপিত হবে। পর্যায়ক্রমে দেশের সব কটি বিমানবন্দরে ওই ধরনের স্ক্যানিং যন্ত্র বসানো হবে।
কানাডার পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওই স্ক্যানার ছাড়াও বিমানবন্দরগুলোতে আরও কিছু উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা বসানো হবে, যাতে সন্দেহজনক যাত্রীরা সহজেই ধরা পড়ে। পরে তাকে স্ক্যানিংয়ের আওতায় নেওয়া হবে। ইতিমধ্যে কানাডার প্রধান প্রধান বিমানবন্দরে যাত্রীদের হাতে বহনকারী লাগেজ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের পক্ষ থেকে এমন ব্যবস্থায় অনেকেই খুশি হয়েছেন।
ফ্রান্স থেকে কানাডায় বেড়াতে আসা পর্যটক জন ফ্রাসি বলেন, ‘এমন ব্যবস্থায় সাধারণ যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, বরং অধিকতর নিরাপত্তা পেয়ে আমরা খুশি।
No comments