ফেনী সকারকে জিততে দেননি আলফাজ

বাংলাদেশ লিগে এই মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের জয় দিয়ে পথচলা শুরু হয়েছিল তাদের। প্রথম ম্যাচেই আরামবাগ ৬-০ গোলে হারিয়েছিল চট্টগ্রাম মোহামেডানকে। তাদের পরের দুটি ম্যাচ হলো ড্র, তারপর টানা দুই ম্যাচ সঙ্গী পরাজয়ের। কাল সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে এল এককালের ‘জায়ান্ট কিলাররা’। ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে স্বাগতিক ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আরামবাগ। ৬ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে তারা। সমান ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ফেনীর ক্লাবটি। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী ও মোহামেডান।
ঢাকার ক্লাব আরামবাগের সঙ্গে নিজেদের দলের জয় দেখার আশাতেই ফেনী ভাষাশহীদ স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল দর্শক। কিন্তু সকার ক্লাবের খেলা দেখে হতাশ মনেই বাড়ি ফিরেছে তারা। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি ফেনী। ৮ মিনিটে দলকে এগিয়ে নেন মনু (১-০)। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে গোল শোধ করেন আলফাজ আহমেদ (১-১)।

No comments

Powered by Blogger.