আমরা আমাদের সামর্থ্য জানি: সাকিব
সাকিব আল হাসানের কথাগুলো বড় বেশি কানে লাগল। এই অধিনায়কই না প্রায়ই বলেন, ‘আমাদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি!’
এই সিরিজে টস এতটাই আলোচিত যে, টসে জিতে আগে বোলিং করার সুযোগটা যারা পাচ্ছে, দিনটা তাদেরই হওয়ার সম্ভাবনা। সাকিবের দুয়ারে সেই দিন এল, সাকিব দুয়ার বন্ধ করে ব্যাটিংয়ে নেমে গেলেন! কেন?
ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক যে যুক্তি দিলেন, সেটা হয়তো ক্রিকেটীয়, কিন্তু হারার আগে হেরে যাওয়াও যে! ‘ভারতকে আগে ব্যাটিংয়ের সুযোগ দিলে ওরা সাড়ে তিন শ-চার শ রান করে ফেলত। আমরা অত রান চেজ করতে পারতাম না।’ পাল্টা প্রশ্ন হলো, আগেই হার মেনে নেওয়া কেন? যারা আগে ব্যাট করে ২৯৬ রান করল, তারা তিন শর বেশি রান তাড়া করতে পারবে না? চেষ্টা তো করা যায়! এবার একেবারে অন্দরমহলের কথাটাই বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা আমাদের সামর্থ্য জানি।’
কথাটাকে অবশ্য সততার প্রমাণ হিসেবেও ধরতে পারেন। ওয়ানডে ক্রিকেটে ইদানীং তিন শ-সাড়ে তিন শ রান নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু রান তাড়া করতে নেমে দূরে থাক, বাংলাদেশ তো টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করেও তিন শ করতে পারেনি।
কিন্তু যে ম্যাচের আগের দিনও শিশির নিয়ে এত কথা, সেটিতে ইচ্ছে করে কেন সেই শিশিরের ঝামেলায় পড়তে গেল বাংলাদেশ! কাল ভারতের সম্ভাব্য রানের পাহাড়ে চাপা পড়ার ভয়ে সাকিব যখন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন, শিশিরের কথা কি ভুলে গিয়েছিলেন? না, সাকিব ভোলেননি, ‘শিশির থাকবে জানতাম, তার পরও আমাদের আগে ব্যাট করতে হয়েছে।’
মহেন্দ্র সিং ধোনি সাকিবের এই সিদ্ধান্তে চূড়ান্ত বিস্মিত। বাংলাদেশ কেন টসে জিতেও আগে বোলিং নিল না, সে হিসেব মেলাতে পারছেন না ভারত-অধিনায়ক, ‘শিশিরের কারণে এখানে পরের ইনিংসে বল করা কঠিন হচ্ছে। এ কারণে আগে ব্যাট করলে তিন শর বেশি রান করতে হবে। বাংলাদেশ সেটার কাছাকাছি করে আমাদের একটা পর্যায়ে চাপেও ফেলে দিয়েছিল। কিন্তু দুটি ভালো জুটিতে আমরা ম্যাচ জিতে গেছি। তবে টসে জিতে ওরা আগে ব্যাটিং করায় আমি অবাক হয়েছি।’
নিজে সেঞ্চুরি করেছেন, ৯১ রান করেছেন বিরাট কোহলি। সুরেশ রায়না করেছেন অপরাজিত হাফ সেঞ্চুরি। ব্যাটিংটা ধোনিকে সন্তুষ্ট করলেও বোলিং নিয়ে তিনি চরম অসন্তুষ্ট, ‘বোলারদের পারফরম্যান্স হতাশাজনক। গত ম্যাচে বল ভালো না হওয়ার কারণ ছিল শিশির। তবে আজ (গতকাল) বোলাররাই খারাপ বল করেছে।’ শুধু নিজের বোলারদের সমালোচনাই নয়, বাংলাদেশ দলের তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের প্রশংসাও করলেন ধোনি, ‘ওরা আসলেই খুব ভালো ব্যাটিং করেছে। তবে আমরাও সময়মতো ওদের উইকেটগুলো নিতে পেরেছি।’
শিশিরের আলোচনা থামাতে আজ থেকে আইডিয়া কাপের খেলা শুরু হবে আধঘণ্টা আগে। কিন্তু ধোনি বলছেন, মাত্র আধঘণ্টা খেলা এগিয়ে আনার কোনো মানেই নেই, ‘আধঘণ্টা এগিয়ে কোনো লাভ হবে না। বেলা ১১টা-সাড়ে ১১টায় নিয়ে আসা উচিত ছিল ম্যাচ শুরুর সময়।
এই সিরিজে টস এতটাই আলোচিত যে, টসে জিতে আগে বোলিং করার সুযোগটা যারা পাচ্ছে, দিনটা তাদেরই হওয়ার সম্ভাবনা। সাকিবের দুয়ারে সেই দিন এল, সাকিব দুয়ার বন্ধ করে ব্যাটিংয়ে নেমে গেলেন! কেন?
ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক যে যুক্তি দিলেন, সেটা হয়তো ক্রিকেটীয়, কিন্তু হারার আগে হেরে যাওয়াও যে! ‘ভারতকে আগে ব্যাটিংয়ের সুযোগ দিলে ওরা সাড়ে তিন শ-চার শ রান করে ফেলত। আমরা অত রান চেজ করতে পারতাম না।’ পাল্টা প্রশ্ন হলো, আগেই হার মেনে নেওয়া কেন? যারা আগে ব্যাট করে ২৯৬ রান করল, তারা তিন শর বেশি রান তাড়া করতে পারবে না? চেষ্টা তো করা যায়! এবার একেবারে অন্দরমহলের কথাটাই বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা আমাদের সামর্থ্য জানি।’
কথাটাকে অবশ্য সততার প্রমাণ হিসেবেও ধরতে পারেন। ওয়ানডে ক্রিকেটে ইদানীং তিন শ-সাড়ে তিন শ রান নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু রান তাড়া করতে নেমে দূরে থাক, বাংলাদেশ তো টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করেও তিন শ করতে পারেনি।
কিন্তু যে ম্যাচের আগের দিনও শিশির নিয়ে এত কথা, সেটিতে ইচ্ছে করে কেন সেই শিশিরের ঝামেলায় পড়তে গেল বাংলাদেশ! কাল ভারতের সম্ভাব্য রানের পাহাড়ে চাপা পড়ার ভয়ে সাকিব যখন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন, শিশিরের কথা কি ভুলে গিয়েছিলেন? না, সাকিব ভোলেননি, ‘শিশির থাকবে জানতাম, তার পরও আমাদের আগে ব্যাট করতে হয়েছে।’
মহেন্দ্র সিং ধোনি সাকিবের এই সিদ্ধান্তে চূড়ান্ত বিস্মিত। বাংলাদেশ কেন টসে জিতেও আগে বোলিং নিল না, সে হিসেব মেলাতে পারছেন না ভারত-অধিনায়ক, ‘শিশিরের কারণে এখানে পরের ইনিংসে বল করা কঠিন হচ্ছে। এ কারণে আগে ব্যাট করলে তিন শর বেশি রান করতে হবে। বাংলাদেশ সেটার কাছাকাছি করে আমাদের একটা পর্যায়ে চাপেও ফেলে দিয়েছিল। কিন্তু দুটি ভালো জুটিতে আমরা ম্যাচ জিতে গেছি। তবে টসে জিতে ওরা আগে ব্যাটিং করায় আমি অবাক হয়েছি।’
নিজে সেঞ্চুরি করেছেন, ৯১ রান করেছেন বিরাট কোহলি। সুরেশ রায়না করেছেন অপরাজিত হাফ সেঞ্চুরি। ব্যাটিংটা ধোনিকে সন্তুষ্ট করলেও বোলিং নিয়ে তিনি চরম অসন্তুষ্ট, ‘বোলারদের পারফরম্যান্স হতাশাজনক। গত ম্যাচে বল ভালো না হওয়ার কারণ ছিল শিশির। তবে আজ (গতকাল) বোলাররাই খারাপ বল করেছে।’ শুধু নিজের বোলারদের সমালোচনাই নয়, বাংলাদেশ দলের তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের প্রশংসাও করলেন ধোনি, ‘ওরা আসলেই খুব ভালো ব্যাটিং করেছে। তবে আমরাও সময়মতো ওদের উইকেটগুলো নিতে পেরেছি।’
শিশিরের আলোচনা থামাতে আজ থেকে আইডিয়া কাপের খেলা শুরু হবে আধঘণ্টা আগে। কিন্তু ধোনি বলছেন, মাত্র আধঘণ্টা খেলা এগিয়ে আনার কোনো মানেই নেই, ‘আধঘণ্টা এগিয়ে কোনো লাভ হবে না। বেলা ১১টা-সাড়ে ১১টায় নিয়ে আসা উচিত ছিল ম্যাচ শুরুর সময়।
No comments