ক্লাব বিশ্বকাপের শিরোপা বার্সেলোনার
বার্সেলোনাকে ক্লাব বিশ্বকাপের শিরোপা পাইয়ে দিল লিওনেল মেসির বুক! হ্যাঁ, ভুল পড়েননি, বুক। মেসির বুক কাল আবুধাবিতে ভেঙে দিয়েছে তাঁর স্বদেশিদের বুক। পা, মাথা দিয়ে অনেক গোল করেছেন, কাল করলেন বুক দিয়ে। মেসির অতিরিক্ত সময়ের গোলে এস্তুদিয়ান্তেসকে ২-১ গোলে হারিয়ে অধরা ক্লাব বিশ্বকাপের শিরোপা পেয়েছে গত মৌসুমে ‘ট্রেবল’ জয়ী বার্সেলোনা।
অথচ মূল ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার ২ মিনিট আগেও মনে হচ্ছিল, শিরোপা যাচ্ছে মেসির দেশেই। মাউরো বসেল্লির ৩৭ মিনিটের গোলে এগিয়ে ছিল এস্তুদিয়ান্তেস। কিন্তু ৮৯ মিনিটে বার্সাকে সমতায় ফেরান পেদ্রো। অতিরিক্ত সময়ের ২০ মিনিটে বক্সের মধ্যে পাওয়া একটি ক্রসে গোলকিপারের সামনে থেকে বুক দিয়ে বল গোলে ঠেলে দেন মেসি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে। মেক্সিকোর ক্লাব আটলান্টেকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্স। নির্ধারিত সময়ের খেলা ড্র ছিল ১-১ গোলে।
অথচ মূল ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার ২ মিনিট আগেও মনে হচ্ছিল, শিরোপা যাচ্ছে মেসির দেশেই। মাউরো বসেল্লির ৩৭ মিনিটের গোলে এগিয়ে ছিল এস্তুদিয়ান্তেস। কিন্তু ৮৯ মিনিটে বার্সাকে সমতায় ফেরান পেদ্রো। অতিরিক্ত সময়ের ২০ মিনিটে বক্সের মধ্যে পাওয়া একটি ক্রসে গোলকিপারের সামনে থেকে বুক দিয়ে বল গোলে ঠেলে দেন মেসি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে। মেক্সিকোর ক্লাব আটলান্টেকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্স। নির্ধারিত সময়ের খেলা ড্র ছিল ১-১ গোলে।
No comments