তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে আলোচনা করতে চান কারজাই
তালেবানপ্রধান মোল্লা ওমরের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিত্রদের সমর্থন পেলে তিনি এ উদ্যোগ নেবেন। দেশে শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিকভাবেই তালেবানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চান কারজাই।
বুশ প্রশাসনের সময়ও একই ধরনের উদ্যোগ নিতে চেয়েছিলেন কারজাই। কিন্তু তখন বুশ প্রশাসনের আপত্তির মুখে তিনি শেষমেশ আর এগোতে পারেননি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘তালেবান সদস্যরা যদি সহিংসতার পথ ছেড়ে দিতে চান, তাহলে তাঁদের জন্য আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে।’
আফগান প্রেসিডেন্ট কারজাই বলেন, ‘২০১১ সালে তাঁর দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর ব্যাপারে ওবামার সিদ্ধান্তে আমরা মোটেও হতাশ নই। কারণ ততদিনে আফগানিস্তান নিজেদের দায়ভার নিতে প্রস্তুত হবে।’ কারজাই বলেন, ‘শুধু লড়াই করে সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজনে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে। সমঝোতায় পৌঁছাতে হবে। এ লক্ষ্যে আমি নিজে সরাসরি মোল্লা ওমরের সঙ্গে আলোচনা করব।’
বুশ প্রশাসনের সময়ও একই ধরনের উদ্যোগ নিতে চেয়েছিলেন কারজাই। কিন্তু তখন বুশ প্রশাসনের আপত্তির মুখে তিনি শেষমেশ আর এগোতে পারেননি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘তালেবান সদস্যরা যদি সহিংসতার পথ ছেড়ে দিতে চান, তাহলে তাঁদের জন্য আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে।’
আফগান প্রেসিডেন্ট কারজাই বলেন, ‘২০১১ সালে তাঁর দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর ব্যাপারে ওবামার সিদ্ধান্তে আমরা মোটেও হতাশ নই। কারণ ততদিনে আফগানিস্তান নিজেদের দায়ভার নিতে প্রস্তুত হবে।’ কারজাই বলেন, ‘শুধু লড়াই করে সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজনে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে। সমঝোতায় পৌঁছাতে হবে। এ লক্ষ্যে আমি নিজে সরাসরি মোল্লা ওমরের সঙ্গে আলোচনা করব।’
No comments