প্রধান সন্দেহভাজনের বাড়িতে অভিযান -ফিলিপাইনে ৫৭ জনকে হত্যা
ফিলিপাইনে ২৩ নভেম্বরের গণহত্যার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনের বাড়িতে গতকাল শুক্রবার অভিযান চালিয়েছে নিরাপত্তারক্ষীরা। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সামরিক মুখপাত্র জোনাথান পনস জানান, শতাধিক সেনাসদস্য ও পুলিশের একটি দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল মাগুইনদানাও প্রদেশের রাজধানী শরিফ আগুয়াতে অবস্থিত মেয়র আন্দাল আম্পাতুয়ান জুনিয়রের বাসভবনে অভিযান চালায়। তিনি বলেন, অস্ত্রের সন্ধানে এ অভিযান চালানো হয়েছে।
সামরিক মুখপাত্র জোনাথান পনস জানান, শতাধিক সেনাসদস্য ও পুলিশের একটি দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল মাগুইনদানাও প্রদেশের রাজধানী শরিফ আগুয়াতে অবস্থিত মেয়র আন্দাল আম্পাতুয়ান জুনিয়রের বাসভবনে অভিযান চালায়। তিনি বলেন, অস্ত্রের সন্ধানে এ অভিযান চালানো হয়েছে।
No comments