আফগানিস্তানে ন্যাটোর সহযোগিতা পেতে আশাবাদী হিলারি
আফগানিস্তানে তালেবান জঙ্গিবিরোধী লড়াইয়ে বাড়তি সেনা পাঠানোর ব্যাপারে ন্যাটো দেশগুলোর সহযোগিতা পেতে দারুণ আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ব্রাসেলসে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে গতকাল শুক্রবার হিলারি তাঁর ওই আশাবাদের কথা বলেছেন। গতকালই হিলারি ব্রাসেলসে পৌঁছেছেন। খবর এএফপি ও বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরও ৩০ হাজার বিদেশি সেনা মোতায়েনের ঘোষণা দেন। ওই ঘোষণার পরপরই এ সিদ্ধান্তকে স্বাগত জানায় আফগানিস্তানসহ বিশ্বের কয়েকটি দেশ। কাবুল দীর্ঘদিন ধরে ন্যাটো নেতৃত্বাধীন মার্কিন বাহিনীতে বাড়তি সেনা পাঠানোর দাবি জানিয়ে আসছে।
ব্রাসেলসে বৈঠকের প্রাক্কালে হিলারি সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত যে সাড়া মিলেছে তা স
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরও ৩০ হাজার বিদেশি সেনা মোতায়েনের ঘোষণা দেন। ওই ঘোষণার পরপরই এ সিদ্ধান্তকে স্বাগত জানায় আফগানিস্তানসহ বিশ্বের কয়েকটি দেশ। কাবুল দীর্ঘদিন ধরে ন্যাটো নেতৃত্বাধীন মার্কিন বাহিনীতে বাড়তি সেনা পাঠানোর দাবি জানিয়ে আসছে।
ব্রাসেলসে বৈঠকের প্রাক্কালে হিলারি সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত যে সাড়া মিলেছে তা স
No comments