সিআইএকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির কর্তৃত্ব দিল যুক্তরাষ্ট্র
পাকিস্তানের আদিবাসী এলাকায় সন্দেহভাজন তালেবান ও আল-কায়েদা নেতাদের চিহ্নিত ও তাঁদের ওপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে পাইলটবিহীন বিমানের ব্যবহার বাড়ানোর কর্তৃত্ব দিয়েছে হোয়াইট হাউস। গতকাল শুক্রবার নিউইয়র্ক টাইমস পত্রিকার খবরে এ কথা বলা হয়।
অজ্ঞাতপরিচয় একটি সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, চলতি সপ্তাহে সিআইএকে পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত এলাকায় পাইলটবিহীন বিমানের ব্যবহার বাড়ানোর কর্তৃত্ব দেওয়া হয়।
নিউইয়র্ক টাইমস আরও জানায়, বেলুচিস্তান অঞ্চলেও পাইলটবিহীন বিমানের হামলার আওতা বাড়ানোর বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। উপজাতি-অধ্যুষিত এলাকার বাইরে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী ওই অঞ্চলে আফগানিস্তানের তালেবান নেতারা লুকিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।
বিশ্লেষক, গোয়েন্দা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তালেবান যোদ্ধারা বেলুচিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
এদিকে আদিবাসী এলাকাগুলোর পাশাপাশি বেলুচিস্তানেও যুক্তরাষ্ট্রের পাইলটবিহীন বিমানের হামলার আওতা বাড়ানোর বিরোধিতা করেছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের কর্মকর্তারা এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত বলেছেন, পাইলটবিহীন বিমানের হামলার ব্যাপারে পাকিস্তান একটি পর্যায় পর্যন্ত সহযোগিতা করতে পারে, এর বেশি নয়।
বেলুচিস্তানে পাইলটবিহীন বিমানের হামলার আওতা বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে আবদুল বাসিত বলেন, ‘এটা কখনোই আমাদের আলোচনার মধ্যে ছিল না।’
অজ্ঞাতপরিচয় একটি সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, চলতি সপ্তাহে সিআইএকে পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত এলাকায় পাইলটবিহীন বিমানের ব্যবহার বাড়ানোর কর্তৃত্ব দেওয়া হয়।
নিউইয়র্ক টাইমস আরও জানায়, বেলুচিস্তান অঞ্চলেও পাইলটবিহীন বিমানের হামলার আওতা বাড়ানোর বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। উপজাতি-অধ্যুষিত এলাকার বাইরে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী ওই অঞ্চলে আফগানিস্তানের তালেবান নেতারা লুকিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।
বিশ্লেষক, গোয়েন্দা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তালেবান যোদ্ধারা বেলুচিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
এদিকে আদিবাসী এলাকাগুলোর পাশাপাশি বেলুচিস্তানেও যুক্তরাষ্ট্রের পাইলটবিহীন বিমানের হামলার আওতা বাড়ানোর বিরোধিতা করেছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের কর্মকর্তারা এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত বলেছেন, পাইলটবিহীন বিমানের হামলার ব্যাপারে পাকিস্তান একটি পর্যায় পর্যন্ত সহযোগিতা করতে পারে, এর বেশি নয়।
বেলুচিস্তানে পাইলটবিহীন বিমানের হামলার আওতা বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে আবদুল বাসিত বলেন, ‘এটা কখনোই আমাদের আলোচনার মধ্যে ছিল না।’
No comments