মার্কিন চিত্রপরিচালক জন হিউজেসের জীবনাবসান
মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জন হিউজেস (৫৯) আর নেই। গত বৃহস্পতিবার হিউজেসের মুখপাত্র জানান, নিউইয়র্কের ম্যানহাটনে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আশি ও নব্বইয়ের দশকের বেশ কিছু জনপ্রিয় কমেডি চলচ্চিত্রের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
হিউজেসের নির্দেশনায় নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ফেরিস বুয়েলাস ডে অফ, দ্য ব্রেকফাস্ট ক্লাব, প্লেনস, ট্রেইনস অ্যান্ড অটোমোবাইলস উল্লেখযোগ্য। এ ছাড়া প্রিটি অ্যান্ড পিংক ও হোম অ্যালোন-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রগুলোর চিত্রনাট্যও লিখেছেন তিনি। হিউজেসের সর্বশেষ পরিচালিত চলচ্চিত্রটি ছিল ১৯৯১ সালে নির্মিত ক্রুলি সু।
হিউজেসের নির্দেশনায় নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ফেরিস বুয়েলাস ডে অফ, দ্য ব্রেকফাস্ট ক্লাব, প্লেনস, ট্রেইনস অ্যান্ড অটোমোবাইলস উল্লেখযোগ্য। এ ছাড়া প্রিটি অ্যান্ড পিংক ও হোম অ্যালোন-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রগুলোর চিত্রনাট্যও লিখেছেন তিনি। হিউজেসের সর্বশেষ পরিচালিত চলচ্চিত্রটি ছিল ১৯৯১ সালে নির্মিত ক্রুলি সু।
No comments