মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম হিস্পানিক বিচারপতি সোটোমেয়র
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সোনিয়া সোটোমেয়রের (৫৫) মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। সোটোমেয়র যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম হিস্পানিক ও তৃতীয় নারী বিচারপতি। প্রেসিডেন্ট বারাক ওবামা এই মনোনয়ন দেন।
মনোনয়নের পক্ষে ভোট দেন ৬৮ জন, বিপক্ষে ৩১ জন। সোটোমেয়রের পক্ষে ছিলেন ৫৯ জন ডেমোক্র্যাট ও নয়জন রিপাবলিকান।
সোটোমেয়রের মনোনয়ন অনুমোদনকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, সোটোমেয়রের মেধা, ইতিহাস ও তাঁর চারিত্রিক সততার কথা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছে সিনেট।
মনোনয়নের পক্ষে ভোট দেন ৬৮ জন, বিপক্ষে ৩১ জন। সোটোমেয়রের পক্ষে ছিলেন ৫৯ জন ডেমোক্র্যাট ও নয়জন রিপাবলিকান।
সোটোমেয়রের মনোনয়ন অনুমোদনকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, সোটোমেয়রের মেধা, ইতিহাস ও তাঁর চারিত্রিক সততার কথা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছে সিনেট।
No comments