বায়ার্নে রোবেন
ওয়েসলি স্নাইডারের পর আরেক ডাচ ফুটবলার রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। আরিয়েন রোবেনের গন্তব্য বায়ার্ন মিউনিখ। ২৫ বছর বয়সী উইঙ্গারকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে জার্মানির ক্লাবটি। দুই ক্লাবের পক্ষ থেকে ট্রান্সফার ফির অঙ্কটা গোপন রাখা হয়েছে। অবশ্য শোনা যাচ্ছে, অঙ্কটা আড়াই কোটি ইউরো। ওদিকে রিয়াল আবারও নতুন করে বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরিকে কেনার জন্য তোড়জোড় শুরু করেছে।
No comments