নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর
অনেকে সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছেন। তাদেরকে সান্ত্বনা দেয়ার মানুষ নেই। সবারই এক অবস্থা। পুরো পরিবার বা পরিবারের কাউকে হারাননি এই যুদ্ধে এমন পরিবার খুব কমই আছে। যারা ফিরছেন তাদের চোখে-মুখে হতাশা। অনিশ্চিত ভবিষ্যৎ। ফেরত আসা মানুষের মধ্যে আবেগ, কান্না মিলেমিশে একাকার। এই মাটি, এই ধ্বংসস্তূপ তাদের স্বজন, সব হারানোর সাক্ষ্য বহন করছে। হিসাব অনুযায়ী প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তার মধ্যে আছেন কয়েক ডজন সাংবাদিক, মিডিয়াকর্মী। তারা ইসরাইলের গণহত্যাকে প্রামাণ্য হিসেবে ধারণ করতে গিয়ে তার মূল্য দিয়েছেন। গাজায় আল জাজিরার ব্যুরো চিফ ওয়ায়েল দাহদু তার স্ত্রী, সন্তান এবং নাতি-পুতিদের হারিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি বলেন, ঠিক এ সময়ে আমার মনের মধ্যে ঝড় চলছে। আমার হৃদয় কেঁপে কেঁপে উঠছে। আমার বেশ কিছু সহকর্মীকে হারিয়েছি। আমরা একসঙ্গে অনাহার এবং হুমকি মোকাবিলা করেছি। এখন সেই কষ্ট আমাকে মুষড়ে দিচ্ছে। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় বড় ভূমিকা পালন করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী বলেছেন, ২০২৩ সালের নভেম্বরে আমরা একই রকম পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু এবার শেষ মুহূর্তে বন্দি ও জিম্মি- যাদেরকে মুক্তি দেয়া হবে তাদের নাম পাওয়া নিয়ে বিঘ্ন ঘটে। এ জন্য শেষ মুহূর্তে চুক্তি কার্যকরে বিলম্ব হয়। তা সত্ত্বেও চুক্তি কার্যকর হয়েছে। জিম্মি এবং বন্দি বিনিময় হয়েছে দুইপক্ষের মধ্যে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে এখনো প্রচুর লজিস্টিক জটিলতা আছে। মাঠপর্যায়ের পরিস্থিতির প্রেক্ষিতে সেগুলো সম্পন্ন করতে হবে। তিনি বলেছেন, গাজার ভেতরে যোগাযোগ রক্ষা করা এবং চলাচল করা সহজ হবে না। এ জন্য কিছু সময় প্রয়োজন হবে। আমরা এ সমস্যা সমাধানে সক্ষম হবো। সবেমাত্র চুক্তি কার্যকর করা হয়েছে। গাজায় ত্রাণ প্রবেশ শুরু করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বলেছে, তাদের ত্রাণবাহী ট্রাক গাজা সীমান্ত অতিক্রম শুরু করেছে চুক্তি কার্যকরের পরপরই। দক্ষিণে কারেম আবু সালেম এবং উত্তরে জিকিমে আরেকটি সীমান্ত দিয়ে এসব ট্রাক প্রবেশ করেছে। প্রথম ট্রাকগুলোতে আছে আটা এবং তাৎক্ষণিকভাবে খাওয়া যাবে এমন খাদ্য। বিপর্যস্ত মানুষ এসব খাবার সঙ্গে সঙ্গে খেতে পারবেন। মিশর, জর্ডান এবং ইসরাইলের রুট ব্যবহার করে তারা নিয়মিতভাবে খাদ্য সরবরাহ দেবে।
ইসরাইলের জেলে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে হাজারো ফিলিস্তিনিকে। প্রথম দফায় কুখ্যাত অফার কারাগারে আটক ৯৫ জনসহ যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফায় মুক্তি পাওয়ার কথা কয়েক শত ফিলিস্তিনি বন্দির। দখলীকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বসবাস করছেন মরিয়ম ওয়াইস নামে এক মা। তার তিন ছেলে ইসরাইলের কারাগারে বন্দি। তিনি আশায় বুক বেঁধে আছেন, তার ছেলেরা মুক্তি পাবে। চুক্তি কার্যকরের প্রথমদিনে তার কমপক্ষে এক ছেলেকে তিনি ঘরে নিয়ে যেতে পারবেন- এমন আশায় প্রার্থনা করছিলেন। অন্য দুই ছেলেকে পরে মুক্তি দেয়ার কথা। শেষের দু’জন ইসরাইলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। মরিয়ম বলেন, আমার ছেলে মুক্তি পাবে শোনার পর আমি বিস্মিত হয়েছি। আমার শরীর কাঁপতে শুরু করে। হঠাৎ করে অসুস্থ বোধ হচ্ছিল। আমার চারপাশে যারা আছেন তারা জানতে চাইলেন- আমার কি হয়েছে? জবাবে বললাম- জানি না। মনে হচ্ছে আমি খুব খুশি। জানি না আমার কেমন অনুভূতি হচ্ছে।
No comments