বিতর্কিত চেতনা মঞ্চে বিএসএফপ্রধান, পদত্যাগ চায় তৃণমূল
ভারত-বাংলাদেশ
সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের দাবিতে বিতর্কিত এক সভায় যোগ
দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা।
কট্টর মৌলবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ-আরএসএস সমর্থিত সংগঠন
‘সীমান্ত চেতনা মঞ্চ’ কলকাতায় এ সভার আয়োজন করে। এতে বিএসএফপ্রধান যোগ
দেয়ার ছবি প্রকাশের পর পরই পশ্চিমবঙ্গে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
এরই মধ্যে
তৃণমূল কংগ্রেস বিএসএফ ডিজির পদত্যাগ দাবি করেছে। তৃণমূল মহাসচিব পার্থ
চট্টোপাধ্যায় বলেন, বিএসএফ ডিজির পদত্যাগ দাবি করছি। কী দেশ তৈরি হচ্ছে!
যাদের নিরাপত্তা দেওয়ার কথা সীমান্তে, তারা উর্দি পরে আরএসএসের বৈঠকে।
রাজনীতির ইচ্ছে থাকলে উর্দি খুলে যেতে পারেন। সেনা ও স্বরাষ্ট্র মন্ত্রক
থেকে জানতে চাওয়া উচিত। বিএসএফের উর্দি আরএসএসের সভায় পরার জন্য নয়।
সীমান্তরক্ষার কাজের জন্য। বিএসএফের ডিজির এভাবে আরএসএসপন্থী সংগঠনের সভায়
শিবির হাজির হওয়ার সমালোচনায় সরব সিপিএমও। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য
সুজন চক্রবর্তী বলেন, উর্দি ছেড়ে সরাসরি দলে যোগ দিন। এগুলো ভারতের জন্য
ভয়ঙ্কর।
No comments