জম্মুতে রক্তপাত বন্ধে পাকিস্তানের সঙ্গে সংলাপ অপরিহার্য: মেহবুবা
কট্টরপন্থী
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট গড়ার পরও ভারতনিয়ন্ত্রিত
কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয়
আলোচনার কথা বলেছেন। কাশ্মীরের রক্তপাত বন্ধে এ আলোচনা অপরিহার্য বলে
মন্তব্য করেন তিনি। টুইটারে দেয়া এক বিবৃতিতে মেহবুবা বলেন, আমরা জম্মুতে
রক্তপাত বন্ধ করতে চাইলে পাকিস্তানের সঙ্গে সংলাপে বসতে হবে।
আমাদের অবশ্যই
এক টেবিলে বসতে হবে। কারণ যুদ্ধ কোনো কিছুর বিকল্প হতে পারে না। একই
টুইটবার্তায় আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমার মন্তব্যের কারণে ভারতীয়
গণমাধ্যম বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। কিন্তু এই রক্তপাতের সমাধান
হিসেবে যেটিকে আমি সঠিক মনে করেছি, সেটিই এখানে বলেছি। তিনি বলেন, আমি
জানি, আজ রাতেই সংবাদ পাঠকরা আমাকে রাষ্ট্রবিরোধী তকমা দেবেন। কিন্তু এটি
কোনো ব্যাপার নয়। কারণ জম্মু ও কাশ্মীর ব্যাপক দুর্ভোগের ভেতরে আছে। জম্মুর
সেনাক্যাম্পে জয়শ-ই-মুহম্মদের হামলার পর মুফতি মেহবুবা টুইটারে নিজের এ
মন্তব্যের কথা জানান। ওই হামলায় পাঁচ সেনাসহ ছয়জন নিহত হয়েছেন। এ হামলার
জন্য ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ী করেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী
নির্মলা সিতারামন বলেন, পাকিস্তানকে এর কড়া মূল্য দিতে হবে।
No comments