পর্নো তারকাকে অর্থ দেয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের আইনজীবী
পর্নো
তারকা স্টোর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন ট্রাম্পের
ব্যক্তিগত আইনজীবী মাইকেল ডি. কোহেন। তবে সেই অর্থ তিনি নিজের পকেট থেকে
দিয়েছিলেন এবং কেউ তাকে পরে ওই অর্থ পরিশোধও করেনি বলে জানিয়েছেন। মার্কিন
দৈনিক নিউইয়র্ক টাইমসকে এসব কথা বলেন অ্যাটর্নি কোহেন।
তিনি বলেন, নির্বাচনের বছর ২০১৬ সালে কোহেন পর্নো তারকা স্টোর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছেন। কিন্তু এই অর্থ কেন দেয়া হয়েছিল এবং ট্রাম্প অর্থ দেয়ার কথা জানতেন কিনা, সে ব্যাপারে বিবৃতিতে কোহেন কিছু বলেননি। বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেননি তিনি। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এর আগে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলা বন্ধ করতে ড্যানিয়েলসকে ওই অর্থ দেওয়া হয়। ড্যানিয়েলের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও সই হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের বছর ২০১৬ সালে কোহেন পর্নো তারকা স্টোর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছেন। কিন্তু এই অর্থ কেন দেয়া হয়েছিল এবং ট্রাম্প অর্থ দেয়ার কথা জানতেন কিনা, সে ব্যাপারে বিবৃতিতে কোহেন কিছু বলেননি। বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেননি তিনি। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এর আগে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলা বন্ধ করতে ড্যানিয়েলসকে ওই অর্থ দেওয়া হয়। ড্যানিয়েলের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও সই হয়েছে।
No comments