ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি ট্যাংকারে আগুন লাগে!
গত
৬ জানুয়ারি চীনের সাংহাই উপকূলে তেলবাহী ইরানি ট্যাংকারে ঘটনাটি নিছক কোনো
দুর্ঘটনা নয় দাবি করছেন অনেকে। তাদের মতে ট্যাংকারটির ওপর ক্ষেপণাস্ত্র
হামলা চালানো হয়েছিল। দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ৮ দিন আগুন জলতে থাকার পর গত
রোববার সেটি ডুবে যায়। এতে ২ বাংলাদেশিসহ ৩২ নাবিক নিহত হয়। তবে
ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইরানের সমবায়,
শ্রম ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী আলী রাবিয়ি। তিনি বলেন, চীনের উপকূলে
দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি সম্পূর্ণভাবে
মিথ্যা। দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য প্রেসিডেন্ট রুহানি তাকে দায়িত্ব
দিয়েছেন।
খবর রেডিও তেহরানের। রাবিয়ি চীন থেকে ফিরে মঙ্গলবার রাজধানী
তেহরানে সাংবাদিকদের বলেন, দুটি জাহাজের রাডার বন্ধ ছিল কিংবা তেল ট্যাংকার
সানচিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে অথবা চীন কোনো রাডার সিগন্যাল পায়নি বলে
যারা দাবি করছেন তাদের আসলে আন্তর্জাতিক সম্পর্ক কিংবা জাহাজ চলাচল
সম্পর্কে কোনো ধারণা নেই। রাবিয়ি প্রশ্ন করেন, যদি কোনো ক্ষেপণাস্ত্র হামলা
হয়ে থাকে তাহলে জাহাজের রাডার কেন তা শনাক্ত করতে পারল না? তিনি বলেন, ওই
এলাকায় কিছুদিন আগে মার্কিন যুদ্ধজাহাজ একটি তেলবাহী কার্গো জাহাজের
সংঘর্ষের শিকার হয় এবং সেখান বেশ কয়েকজন নিহত হয়। ইরানি মন্ত্রী আরো বলেন,
তেল ট্যাংকার দুর্ঘটনার বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করা হবে এবং জাহাজের
ব্ল্যাকবক্স সতর্কতার সঙ্গে পরীক্ষা করে ইরানের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
তবে কারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দাবি করেছেন তিনি তা পরিষ্কার করেননি।
No comments