ছবিতে দেখুন বিরিশিরির অপরূপ সৌন্দর্য
নেত্রকোনার
বিরিশিরি, প্রকৃতি তার সব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আপনাকে মুগ্ধ করার
জন্য। পর্যটক আকর্ষণের জন্য যেসব উপাদান থাকা দরকার তার সবটুকুই আছে
বিরিশিরিতে। ঢাকা থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই আপনি চাইলেই
২-১ দিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যেভরা এই স্থানটিতে।
এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা চীনামাটির পাহাড়। এখান থেকে পাহাড় কেটে
চীনামাটি তোলা হয়, যা দিয়েই তৈরি হয় চীনামাটির বাসনকোসন। মাটিকাটা এই গর্তে
পানি জমে থাকে, যা এতটাই নীল যে আপনি এখানে আসলেই পানিতে ঝাঁপিয়ে পড়তে
চাইবেন। এখানে রয়েছে ৫-৭টা মাঝারি ধরনের পাহাড়। এসব পাহাড়ের গায়ে রয়েছে
রং-বেরঙের ফুল। এ পাহাড় এখনো আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে
চলছে। কারণ এই পাহাড়ের পাদদেশেই রয়েছে পাকিস্তানিদের বাংকার যার কিছুটা
এখনো দেখা যায়।
No comments