আত্রাইয়ে গভীর নলকুপের গর্তে পড়ে শিশু নিহত
নওগাঁর আত্রাইয়ে তিলাবাদুরি জামগ্রাম গ্রামের একটি মাঠে শ্যালো মেশিনের নলকুপের পরিত্যক্ত গর্তে পড়ে আট বছরের শিশু রাকিব আলীর মৃত্যু হয়েছে। রাকিব আলী ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তিন ঘন্টা অভিযান চালিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক তার ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মাঠে ধান কাটতে যায়। বাবা ধান কাটার কাজ করছিলেন।
এসময় ছেলে রাকিব খেলা করছিল। একপর্যায়ে বাবা শিশু রাকিবকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে শ্যালো মেশিনের নলকুপের পরিত্যক্ত গর্তের কথা মনে পড়ে তার। এলাকাবাসীর সহযোগিতায় মাটি খুঁড়ে শিশু সন্তানকে উদ্ধারের চেষ্টা করেন তিনি। এদিকে খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘন্টার অভিযান চালিয়ে শিশু রাকিবের মৃতদেহ উদ্ধার করে তারা। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ব্যাপারে কোনো মালা হয়নি।
No comments