বিমানের মধ্যে দুই যাত্রীর মারামারি
জাপানি একটি বিমানের মধ্যেই দুই যাত্রীর মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। মারধরের ঘটনাটি ঘটে গত সোমবার জাপানের নারিতা বিমানবন্দরে অল নিপ্পন এয়ারলাইন্সে। এঘটনায় অভিযুক্ত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। ওই ঘটনাটি ভিডিও করেন কয়েক সারির পেছনের যাত্রী কোরে আওয়ার। ভিডিওটিতে দেখা যায়, একজন লাল শার্ট পরিহিত যাত্রী ধূসর শার্ট পরিহিত অপর যাত্রীকে মারতে যাচ্ছে। লাল শার্টের যাত্রী বলছে আমি তোমাকে হত্যা করবো।
এরপর ধূসর শার্টের যাত্রীর ওপর ঝাপিয়ে পড়ছে সে। তাকে অবশ্য কয়েক ঘা দিয়ে ফিরিয়ে দিয়েছে ধূসর শার্ট ওয়ালা। এভাবে কিছুক্ষণ চলার পর অন্য যাত্রীরা তাদের নিবৃত্ত করে। প্রধান অভিযুক্ত লাল শার্ট পরিহিত যাত্রীকে বিমান থেকে নামিয়ে পুলিশে দেয়া হয়। হামলার কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান বিমানের এক কর্মচারী। কিন্তু কেনো তাদের মধ্যে এই ঝগড়া তা অবশ্য জানাতে পারেনি ভিডিও ধারক কোরে আওয়ার। বিমানটি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করতে ছিল। এঘটনায় বিমানটি ছাড়তে দেড় ঘণ্টা দেরি হয়। এজন্য দু:খ প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ।
No comments