উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষে চাচা খুন
ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দু'পক্ষের সংঘর্ষ খুন হয়েছেন এক চাচা। মঙ্গলবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৌরসভার আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাচার নাম মানজু মিয়া(৩৫)। এছাড়া সংঘর্ষে আহত হয়েছে নারীসহ কমপক্ষে আরও ২০ জন। নিহতের ভাই আব্দুর রহিম অভিযোগ করেন, একই গ্রামের বেনু মিয়ার ছেলে সাব্বির প্রায়ই তার শিশু কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। আমার ভাই মানজু মিয়া এর প্রতিবাদ করলে মঙ্গলবার বিকালে বেনু মিয়ার লোকজন আমাদের বাড়িতে হামলা করে। স্থানীয়রা জানায়, এসময় দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আব্দুর রহিমের ভাই মানজু মিয়াসহ আরো ২১ জন আহত হয়। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মানজু মিয়ার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করে। সেখানে যাওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। মাধবপুর থানার পরিদশর্ক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় এখানো কেউ অভিযোগ করেননি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
No comments