‘ইসলামবিদ্বেষী’ ট্রাম্পের উপদেষ্টা পদত্যাগ করছেন!
হাঙ্গেরির উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে হোয়াইট হাউসের পদ ছাড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা সেবাস্তিয়ান গোর্কাকে। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর আগে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সন্ত্রাসবিরোধী বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে যোগ দেন ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা হিসেবে।
গোর্কা যেকোনো সময় পদত্যাগ করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। বর্তমানে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ টিমে দায়িত্ব পালন করছেন ট্রাম্পের এ উপদেষ্টা। ইসলামবিদ্বেষী নীতির কারণে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন গোর্কা। ইসলামের ধর্মতত্ত্বের মধ্যেই সন্ত্রাসবাদ নিহিত আছে বলে বিভিন্ন সময় মন্তব্য করেছেন তিনি। দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, লিবিয়াকে তিন ভাগে ভাগ করার পরিকল্পনা ছিল গোর্কার।
No comments