মানিকগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কলেজছাত্রী সাবরিনা আক্তার বন্যা (১৯) বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ষাটঘর তেওতা এলাকা থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বন্যা একই এলাকার আব্দুল মোমিন মিয়ার মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অর্নাস ১ম বর্ষের ছাত্রী। শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
No comments