ভক্তিগীতি ভাইরাল, মুসলিম তরুণীকে তুলোধুনা
হিন্দু
ভক্তিগীতি গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ২২
বছরের মুসলিম সুহানা সাইদ। ভারতের কর্নাটকের একটি চ্যানেলের রিয়েলিটি শোতে
গিয়েছিলেন তিনি। সেখানে সুহানার গানে বিচারকরা মুগ্ধ হয়ে মন্তব্য করেন,
সুহানার গলায় হিন্দু ভক্তিগীতি সমস্ত বিভেদ মুছে দিয়েছে। সুহানার গান এবং
বিচারকদের প্রশংসার ভিডিওটি গোটা কর্ণাটকে ভাইরাল হয়ে যায়। এরপর কট্টরপন্থী
মুসলিমরা সুহানার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। ‘ম্যাঙ্গালোর মুসলিমস’ নামের
একটি ফেসবুক পেজে তাকে তুলোধুনা করা হয়। মুসলিম হয়ে কেনো হিন্দু ধর্মের গান
গাইলেন সুহানা এবং কোন অধিকারে অচেনা পুরুষদের সামনে গিয়ে গান গাইলেন- এমন
প্রশ্ন তোলা হয়।
সুহানার উদ্দেশে কন্নড় ভাষায় লেখা হয়, ‘তুমি মোটেই বিরাট
কিছু করনি...। তুমি যেভাবে নিজেকে অন্য পুরুষদের সামনে মেলে ধরেছ, তাতে
তোমার বাবা-মা আর স্বর্গে যেতে পারবেন না। হিজাব পরা বন্ধ করে দাও, কারণ
তুমি জান না ওটিকে কীভাবে সম্মান করতে হয়।’ তবে বিভিন্ন মহল থেকে তাদের এই
অবস্থানের প্রতিবাদ আসতে থাকলে পোস্টটি মুছে ফেলে ম্যাঙ্গালোর মুসলিমস।
নতুন একটি পোস্টে লেখা হয়েছে, কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে তারা চান না।
No comments