মাদকের বিরুদ্ধে অভিযান, হামলায় আনসার নিহত
ফেনীর
ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্তে মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার
শিকার হয়ে নিহত হয়েছেন এক আনসার সদস্য। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার
মুন্সিরহাটের বদরপুর সীমান্তের খানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনসার
সদস্যের নাম নওশের আলী। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়ে গেছে। বৃহস্পতিবার
দুপুরের মধ্যে নওশের আলীর লাশ বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করবে বলে জানা
গেছে। অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলার পর নওশের আলী ও সুমন নামে
দু'জন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার দিনগত রাত ৩টার দিকে বিজিবি ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে।
সেখানে আনসার সদস্য
নওশের আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় বাহিনী। এ সময় সুমনের বিষয়ে
কিছু জানাতে না পারলেও বৃহস্পতিবার সকালে তিনি আহত অবস্থায় দেশে ফিরে আসেন।
আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে
ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানবাড়ী এলাকায় ১৪
জন আনসার ও পুলিশসহ তিনি অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের ওপর
হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও
আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা সোহেল রানাকে কুপিয়ে জখম
করেন। তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি
ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। খানবাড়ী এলাকা ভারত সীমান্ত ঘেঁষা
হওয়ায় আইনশৃংখলা বাহিনীর যেকোনো অভিযানের সময় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা
সেখানকার বসতিদের বাড়িতে আশ্রয় নেয়।
No comments