শিশুদের আশ্রয়কেন্দ্রে অগ্নিকান্ডে নিহত ২২
গুয়াতেমালায় শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২২টি কন্যাশিশু মারা গেছে। আহত হয়েছে কয়েক ডজন শিশু। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, বুধবার সকালের দিকে গুয়াতেমালা সিটিতে ওই আশ্রয়শিবিরে অগ্নিকান্ডের সূচনা জয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মেয়েরা যে অংশে থাকে সেখানে। ওই আশ্রয়কেন্দ্রটিতে গাদাগাদি করে অবস্থান করে শিশুরা। অগ্নিকান্ডের পও ওই আশ্রয়শিবির থেকে একের পর এক মৃতদেহ বের করে আনা হয়। তা নীল রঙেরএকটি চাদর দিয়ে ঢেকে রাখা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে দূর থেকে ছুটে যান নিকট আত্মীয়রা। তারা সেখানে গিয়ে শিশুদের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। ফলে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। গুয়াতেমালা সমাজ কল্যাণ বিষয়ক এজেন্সির প্রধান কার্লোস রোডাস বলেছেন, আগের দিন মঙ্গলবার আশ্রয় কেন্দ্র থেকে পালানোর জন্য সেখানকার তরুণরা একরকম দাঙ্গা শুরু করে। সেখানে নির্যাতন ও বসবাসের নাজুক পরিবেশের রিপোর্ট পাওয়া যায় মাঝে মধ্যেই। এরপর বুধবার সকাল ৯টার দিকে কিছু উশৃংখল ছেলেমেয়ে আশ্রয়কেন্দ্রের তোষক বা লেপ-কাঁথায় আগুন ধরিয়ে দেয়। তাই আমরা এর দায় এড়াতে পারি না। ওইসব জীবন এখন আমরা আর ফিরিয়ে আনতে পারি না।
No comments