বিজিএমইএ ভবন ভাঙ্গার কাজ শুরু না করায় রাজউক চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
আপিল
বিভাগের চূড়ান্ত রায়ের পরও বিজিএমইএ এর অবৈধ ভবন ভাঙ্গার কাজ শুরু না করায়
রাজউক এর চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির
সাতদিনের মধ্যে এই বহুতল ভবনটি ভাঙার কাজ শুরু করতে বলা হয়েছে। আজ
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ ডাক যোগে এ
নোটিশ পাঠান। এতে বলা হয়েছে, আপিল বিভাগের রায়ে বিজিএমইএকে অবিলম্বে ভবনটি
ভাঙ্গার নির্দেশ দেয়া হয়েছে।
যদি তারা ভবনটি না ভাঙ্গে তবে রাজউক
চেয়ারম্যানকে ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙ্গে ফেলতে বলা হয়। কিন্তু বিজিএমইএ
যেহেতু ভবনটি ভাঙ্গেনি সেহেতু রাজউককেরই এ ভবনটি ভাঙ্গার কাজ শুরু করা উচিত
ছিল। কিন্তু তিনি এ কাজ না করে আপিল বিভাগের রায় লঙ্ঘন করেছেন।
No comments