বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক ইংল্যান্ড
বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ইসিবি একটি ইমেইল পাঠিয়েছে। যাতে নেতিবাচক একটি শব্দও নেই। বরং আশাবাদী হওয়ার যথেষ্ট উপাদান আছে। গুলশান হামলার পর ইসিবি জানায়,
তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইংল্যান্ডের বাংলাদেশ সফরের ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘ক’দিন আগে ইসিবি থেকে বিসিবিতে একটি মেইল পাঠানো হয়েছে। যেখানে ইংল্যান্ড ক্রিকেট দলের সফর বাতিল সংক্রান্ত একটি কথাও নেই। বরং সফর হওয়ার পরোক্ষ ইঙ্গিত রয়েছে।’ ইসিবি জানতে চেয়েছে, বাংলাদেশ সফরে ঢাকার অংশ শেষে ইংলিশ ক্রিকেট দল চট্টগ্রামে কোন ধরনের বাস ব্যবহার করবে। এছাড়া কতটি বাস থাকবে। সেগুলো ঠিক করে জানাতে বলা হয়েছে। বিসিবি থেকে যথা সময়েই জবাব পাঠানো হয়েছে।
No comments