ফাইল জমা দিলেন বিচারপতি শামসুদ্দিন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী অবসরের পর লেখা রায় ও আদেশের ৬৫টি মামলার ফাইল জমা দিয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে তিনি ফাইলগুলো জমা দেন। পরে তিনি জানান, অবসরে যাওয়ার পর তার লেখা রায় ও আদেশের ৬৫টি মামলার ফাইল তিনি বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে জমা দিয়েছেন। আরও কিছু মামলার ফাইল তার কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, '‘আগামী দু'-চার দিনের মধ্যে এগুলোও জমা দিয়ে দেব।'’ চার মাস আগে অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী অবসরের পর তার লেখা রায় গ্রহণ করতে রোববার প্রধান বিচারপতিকে চিঠি দেন। এরপর সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমে কথা না বলে দ্রুত রায়ের ফাইল জমা দেবেন।
No comments