দুই মামলায় জামিন পেলেন এম কে আনোয়ার
নাশকতার দুটি মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন। শুনানি শেষে সগীর হোসেন লিয়ন জানান, আজ দুটি মামলায় জামিন হয়েছে। মোট ২১টি মামলার মধ্যে ২০টিতে জামিন হলো। একটি মামলা বিচারাধীন রয়েছে। গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন এম কে আনোয়ার। ২০১৫ সালের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় নাশকতার দুই মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় বিচারিক আদালতে জামিন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়। বিএনপির বয়োজ্যেষ্ঠ এ নেতা বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন। আর একটি মামলায় জামিন পেলে তার মুক্তিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন আইনজীবী।
No comments