নিরাপত্তাহীনতায় বলিউডের সবাই
বলিউডে
প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন৷ সাফ বলে দিলেন বিদ্যা বালন৷ এক
বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেই অনুষ্ঠানে সাংবাদিকরা বিদ্যাকে
প্রশ্ন করেন, বলিউডে তিনটি নেতিবাচক বিষয় বা 'ডার্ক থিং ' কী ? উত্তরে
বিদ্যা বলেন, 'বলিউডে প্রথম ডার্ক থিং হল শ্যুট শেষ হয়ে যাওয়ার পর
স্টুডিওগুলো৷ মধ্যরাতের পর শুরু হওয়া পার্টিগুলো অবশ্যই দ্বিতীয়স্থানে৷ আর
তৃতীয়টি নিশ্চিতভাবেই আমাদের নিরাপত্তাহীনতা৷ ' 'পরিণীতা ' ছবি দিয়ে বলিউডে
নিজের কেরিয়ার শুরু করেছিলেন বিদ্যা বালন৷ শুরু থেকে দর্শক এবং সমালোচকদের
নজর কেড়েছিলেন তিনি৷ তারপর 'কাহানি ', 'ডার্টি পিকচার ' কিংবা 'পা '-এর
মতো ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন বিদ্যা৷
অনেকগুলো বছর চুটিয়ে কাজ করার পরও বিদ্যার মত, 'আমিও নিরাপত্তাহীনতায় ভুগি৷
এবং সেটা বলিউডের প্রত্যেকেই৷ মানুষ মাত্রেই নিরাপত্তাহীনতায় থাকতে পারে৷
বলিউড তার ব্যতিক্রম নয়৷ ' বইপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকরা বিদ্যাকে এও
প্রশ্ন করেছিলেন তিনি নিজে কোনওদিন বই লিখবেন কি না ? জবাবে বিদ্যা বলেন,
'আমার লেখার কিছু নেই৷ সত্যিই বলার মতো কিছু থাকলে সেটা বলতে আমার ভালোই
লাগতো৷ কিন্ত্ত সত্যিই সেটা নেই৷ তাই বই লেখার প্রশ্নও উঠছে না৷
No comments