নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ
ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি থেকে পদবঞ্চিতরা সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল পাঁচটার দিকে ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আকস্মিকভাবে তারা কার্যালয়ের সামনে থাকা দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। দ্রুতগতিতে কার্যালয়ের চার তলায় উঠে ভাঙচুর চালান তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কেউ আহত হন নি। কাউকে আটকও করা হয়নি। ছাত্রদলের পদবঞ্চিতরা রোববার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। শনিবার ছাত্রদলের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন খালেদা জিয়া
No comments