শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: এরশাদ
জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ বলেন, “আজকের এই প্রোগ্রাম বন্ধ করে দেয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। ফোন করে না আশার জন্য সবাইকে হুমকি দেয়া হয়েছে। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে সবাই এখানে এসেছে।” সোমবার বেলা সাড়ে ১১ টায় গুলশানস্থ একটি কনভেনশন সেন্টারে সারাদেশের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের পরিস্থিতি কি হয় আপনারা দেখুন।” এরশাদ বলেন, জাতীয় পার্টিকে নি:শেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি শেষ হয়নি। আমাদের সামনে কঠিন মুহূর্ত। এ পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। অতীতকে ভুলেই সামনে এগিয়ে যেতে হবে।” এরশাদ আরো বলেন, “জাতীয় পার্টি প্রায় মৃত ছিল। বিরোধী দলীয় নেতা রওশনকে ইঙ্গিত করে এরশাদ বলেন, যারা আমার মতো বয়জোষ্ঠ তারা নেতৃত্ব ছেড়ে দিন। নতুন প্রজন্মকে আসতে দিন।”
No comments