‘আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান’ -আব্বাস-সোহেলের যৌথ বিবৃতি
ঢাকা
মহানগরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ
আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি
আহ্বায়ক মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল। আজ
গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান। সরকারের উদ্দেশে
তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন অস্ত্র-গুলি দিয়ে না দমিয়ে সমঝোতার
পথে ফিরে আসুন। আপনাদের কোন অশুভ পরিকল্পনাই ফলপ্রসূ হবে না। জনগণ রাস্তায়
নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে পৌঁছা না পর্যন্ত
কেউ ঘরে ফিরে যাবে না। মামলা-হামলা-গ্রেপ্তার করে গণতান্ত্রিক আন্দোলন
কোনদিনই বন্ধ করা যায়নি। এবারও যাবে না। তারা বলেন, বিএনপি নাশকতার
রাজনীতিতে বিশ্বাস করে না। কোন নাশকতার সঙ্গেই বিএনপির নেতাকর্মীরা জড়িত
নন। দেশনেত্রী শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন, নেতাকর্মীরা
স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সফল করছেন। তারা বলেন, সরকার খালেদা জিয়াকেও
গ্রেপ্তারের চক্রান্ত করছে। সে রকম কোন চেষ্টা হলে তার পরিণতি শুভ হবে না।
দলের চেয়ারপারসনের নির্দেশে সমন্বিতভাবে আন্দোলন এগিয়ে যাচ্ছে। তার
নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। প্রতিটি নেতাকর্মী কৌশলী অবস্থানে থেকে
যার যার দায়িত্ব পালন করছেন। চলমান অবরোধের সঙ্গে রোববার থেকে টানা ৭২
ঘণ্টার হরতাল সর্বাত্মকভাবে পালনেরও আহ্বান জানান মহানগর বিএনপির এ শীর্ষ
দুই নেতা।
No comments