অবরোধের পাশাপাশি রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল
লাগাতার
অবরোধের পাশাপাশি আগামী রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা
৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। বিরোধী জোটের নেতাকর্মীদের ক্রসফায়ারে
হত্যা, যৌথবাহিনীর তাণ্ডব বন্ধ ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে এ
হরতাল ঘোষণা করা হয়। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী
আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে বিএনপি এবং ২০ দলীয়
জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে
৭২ ঘণ্টার হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সভা-সমাবেশের
অধিকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ই জানুয়ারি থেকে লাগাতার অবরোধ
কর্মসূচি পালন করছে বিরোধী জোট।
No comments