সমুদ্র পেরিয়ে স্বপ্নপূরণ
অনেক
দিনের স্বপ্ন ছিল৷ এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া র৷
স্বপ্ন ছিল সমুদ্রের ধারে একটা বাড়ি হবে৷ না, মুম্বাইতে এমন কোনো বাড়ি
কেনেননি বা উপহার পাননি প্রিয়াঙ্কা৷ কিন্ত্ত এমনই এক বাড়ি তিনি পেয়েছেন লস
অ্যাঞ্জেলস৷ তবে পাকাপাকিভাবে নয়৷ তিন মাসের জন্য৷ আর সেই বাড়িটা একেবারেই
সি -ফেসিং৷ আসলে প্রিয়াঙ্কা তিন মাসের জন্য আমেরিকা যাচ্ছেন টেলিভিশনের
একটি শো-এর জন্য৷ আর তার প্রযোজকরাই প্রিয়াঙ্কার থাকার ব্যবস্থা করছেন এই
বাড়িতে৷ প্রিয়াঙ্কার সমুদ্রের সামনাসামনি একটি বাড়িতে থাকার ইচ্ছে বহু
দিনের, এটা জানতে পেরে আসলে একটি বাড়ি না, গোটা একটা ভিলা-ই ভাড়া নিয়ে
ফেলেছেন তারা৷ 'প্রিয়াঙ্কার পছন্দের কথা জানতে পেরে প্রযোজকরা এই ভিলাটি
ভাড়া নেওয়ার পরিকল্পনা নেন৷ শ্যুটিং-এর তিন মাস প্রিয়াঙ্কা এবং তার টিমের
বাকিরা ওই বাড়িতে থাকবেন৷ তবে বাড়ির ভিতরে কী কী থাকবে, তা এখনও
পাকাপাকিভাবে ঠিক হয়নি৷ প্রযোজকদের সঙ্গে প্রিয়াঙ্কার কথা চলছে, বাড়ির
ইন্টিরিয়রের ব্যাপারে', জানিয়েছেন প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ৷ তিন মাস কিন্তু
লম্বা সময়৷ আর তিন মাস বাড়ি ছেড়ে থাকতে গিয়ে অনেকই 'হোমসিক' হয়ে পড়েন৷
বাড়ির জন্য মন খারাপ লাগতে থাকে৷ প্রিয়াঙ্কাও যে তার ব্যতিক্রম হবেন না,
তেমনও তো কোনো কথা নেই৷ তাই বাড়ি থেকে অত দূরে থাকার সময় যাতে প্রিয়াঙ্কা
যত দূর সম্ভব বাড়ির মেজাজেই থাকতে পারেন, তার ব্যবস্থাও করছেন শো-এর
প্রযোজকরা৷ 'প্রিয়াঙ্কা প্রতি দিনই পূজা করেন৷ তাই তার ওই প্রযোজনের কথা
জানতে পেরে ওই ভিলায় একটি ছোটখাটো মন্দিরের ব্যবস্থাও করছেন তারা৷ শুধু তাই
নয়, নিজের বাড়িতে প্রিয়াঙ্কার ঘরে যেমন নিজের এবং পরিবারের ঘনিষ্ঠদের ছবি
লাগানো থাকে, লস অ্যাঞ্জেলসের এই বাড়িতেও থাকছে তার ব্যবস্থা৷' জানিয়েছেন
ওই ঘনিষ্ঠই৷- ওয়েবসাইট।
No comments