সাংবাদিক নির্যাতনে ডিআরইউর উদ্বেগ
সারা
দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ
করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ধরনের ঘটনা প্রতিরোধে এবং
সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে
ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। সোমবার ঢাকা রিপোর্টার্স
ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন যৌথ
বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিক নেতারা মনে করেন, এ ধরনের
ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনি পুরো গণমাধ্যমে
সৃষ্টি কববে ভীতিকর পরিস্থিতি। সাংবাদিক সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না
বলে হুঁশিয়ার করেন তারা। বিবৃতিতে বলা হয়, ডিআরইউ গভীর উদ্বেগের সঙ্গে
লক্ষ করছে, সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে
গিয়ে প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে
সাংবাদিকদের গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং তাদের লক্ষ্য করে ঢিলও
ছোড়া হচ্ছে। গত ৫ জানুয়ারির পর থেকে এসব ঘটনায় বেশ কিছু সাংবাদিক আহতও
হয়েছেন। এ ধরনের ঘটনার সঙ্গে সরকার-সমর্থিত দল, বিরোধী দল ও আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে।”
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান সাংবাদিক নেতারা।
No comments