এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্যে বিক্ষোভ
ফরাসি বিদ্রুপ ম্যাগাজিন শার্লি হেবাদাতে মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে নতুন কার্টুন প্রকাশের বিরুদ্ধে শুক্রবার এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশে ফরাসি প্রতিষ্ঠান ভাংচুর ও ফ্রান্সের পতাকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা। পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিসহ ৩ জন আহত হয়েছে। খবর এএফপির। শুক্রবার জুমার নামাজের পর ‘নবীকে অপমান করা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ লেখা ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী। নাইজারের দ্বিতীয় প্রধান শহর জিন্দারে স্মরণকালের বৃহৎ বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ফরাসি সংস্কৃতি কেন্দ্রে ব্যাপক ভাংচুর চালায় এবং ক্যাফেটেরিয়ায় আগুন ধরিয়ে দেয়। জিন্দার প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ‘এ শহরে এমন বিক্ষোভ আর কখনও হয়নি।
এটা একটা কালো শুক্রবার।’ এদিকে পাকিস্তানের করাচিতে ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে এএফপির একজন ফটোগ্রাফারসহ তিনজন গুলিবিদ্ধ হয়। সেনেগালের রাজধানী ডাকার ও মৌরতানিয়ায় ফ্রান্সের পতাকা পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। শার্লি হেবদোর কার্টুনের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে কাতার ও বাহরাইন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে- এটি সমাজে ঘৃণা ছড়াচ্ছে। আম্মানে আড়াই হাজারের বেশি বিক্ষোভকারী আল হুসাইনি মসজিদের সামনে বিক্ষোভে স্লোগান দেয় ‘নবীকে অপমান করা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’। আলজিয়ার্সে প্রায় তিন হাজার বিক্ষোভকারী ‘আমরা সবাই মুহাম্মদ’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায়। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভের সময় অনেক প্রতিবাদী প্যারিসে হামলাকারীদের ছবি বহন করে। আলজেরিয়ার বিক্ষোভকারীরা ‘কৌবি শহীদ’ ‘আমিই কৌবি’ বলে স্লোগান দেন। একই ধরনের বিক্ষোভ হয়েছে জেরুজালেম, খার্তুম, ত্রিপোলি, বাদাবি, তিউনিস ও তেহরানে।
No comments