ঘানির মন্ত্রী ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড
আফগানিস্তানের নতুন মন্ত্রিসভার একজন প্রার্থী ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামি। দেশটি কৃষি মন্ত্রীর পদের জন্য প্রেসিডেন্ট আশরাফ ঘানির মনোনীত মোহাম্মদ ইয়াকুব হায়দারি নামের ওই ব্যক্তি ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন জানার পর এ ব্যাপারে তদন্তের উদ্যোগ নিয়েছে আফগান প্রেসিডেন্ট কার্যালয়। খবর বিবিসির। ইন্টারপোলের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০৩ সালে কর ফাঁকির অভিযোগে এস্টোনিয়ায় ওয়ান্টেডের তালিকায় রয়েছেন মোহাম্মদ ইয়াকুব হায়দারি। তবে, হায়দারি কোনো ধরনের আইনি জটিলতায় ভুগছেন, এমন তথ্য আফগান প্রেসিডেন্ট কার্যালয়ের জানা না থাকলেও এখন তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এক মুখপাত্র।
কয়েক বছর ধরে হায়দারি ওয়ান্টেড তালিকায় থাকলেও আফগানিস্তানে খবরটি কখনও সেভাবে জানাজানি হয়নি। হায়দারি বলছেন, যদিও মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম আছে, কিন্তু তিনি আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সংবাদ সংস্থা রয়টার্স তার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘বিশ্ব রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকলে এমনটা ঘটতেই পারে।’ তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে, সেটি পরিশোধের দায়িত্ব ছিল অন্য এক ব্যক্তির। যিনি হায়দারির কাছ থেকে এসটোনিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান কিনেছিলেন। ক্ষমতা গ্রহণের প্রায় তিনমাস পর সাবেক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মন্ত্রিসভার মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট।
No comments