পাকিস্তান অচল করে দেব
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে মারাত্মক ট্রাফিক জ্যামে পড়েছে ইসলামাবাদ। অধিকাংশ রাজপথের প্রবেশপথ ও প্রস্থান দিক অবরুদ্ধ থাকায় জ্যামে নাকাল নগরবাসী। অচল ইসলামাবাদে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শনিবার রাতে রেড জোনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর রোববার স্মরণকালের সর্বোচ্চ জ্যামের মুখে পড়ে ইসলামাবাদ।
কনটেইনার ও ভারি যানবাহন দিয়ে আটকে দেয়া হয়েছে অনেক পথ। ইমরান খান ও তাহির-উল কাদরির নেতৃত্বে ২৫ হাজারের বেশি মানুষ ঢুকে পড়েছে রেড জোনে। এদিকে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই ও পিএটি। রাজধানীর মতো প্রয়োজন হলে সমগ্র পাকিস্তানে যানজট বাধিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা বলেন, ‘সারা পাকিস্তান অচল করে দেব।’
No comments