ইরাকে নতুন প্রেসিডেন্ট ফাওয়াদ মাসুম
ইরাকের কুর্দিশ রাজনীতিক ফাওয়াদ মাসুম (৭৬) দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানির স্থলাভিষিক্ত হবেন। দেশটির সংসদই প্রেসিডেন্ট নির্বাচন করে থাকে। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে সংসদ সে চেষ্টায় ব্যর্থ হলে বুধবার রাতে সংসদের আন্তঃভোটে পাঁচজন প্রার্থীর মধ্যে ফাওয়াদ মাসুমকে দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়। এদের মধ্যে দু’জন প্রার্থী ছিলেন পিইউকের। ফাওয়াদ মাসুম ৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাহরাম সালিহ পান ২৩ ভোট। ৭৬ বছর বয়সী ফাওয়াদ মাসুম জালাল তালাবানির প্যাট্রিয়োটিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির (পিইউকে) প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ২০০৪ সালে অন্তর্বর্তী সরকারের স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সাল থেকে দেশটিতে কুর্দিরা এই পদে আসীন হয়ে আসছেন। এই সময়ে দেশটির প্রধানমন্ত্রী পদ শিয়া এবং স্পিকার সুন্নিদের দখলে রয়েছে। ইরাকে সাম্প্রতিক সময়ে সুন্নিদের উত্থান ঘটেছে। তারা কোয়ালিশন সরকার গঠনের চেষ্টা করে যাচ্ছে। বিবিসি, আলজাজিরা কারাবন্দিদের গাড়িতে জঙ্গি হামলায় নিহত ৬০ : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে কারাবন্দিদের বহনকারী বাসের বহরে আÍঘাতী হামলায় অন্তত ৫১ কারাবন্দি ও ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাকর্মীরা। বৃহস্পতিবার সকালে কারাবন্দিদের বহনকারী বাস তাজি থেকে বাগদাদে যাওয়ার সময় রাস্তারে পাশে বোমা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। হামলায় জঙ্গিদের কতজন মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
No comments