রানা প্লাজা ট্র্যাজেডি আঁখি জানে না মা নেই by সাওরাত হোসেন সোহেল
শিশু আঁখি মণি (৩) হাসছে, কাঁদছে, খেলছে। দাদা-দাদী ও বাবার কাছে বায়নাও ধরছে। মাঝে-মধ্যে মায়ের কথাও বলছে। কিন্তু সে এখনও জানে না তার মা সালমা এক বছর আগে সাভার ট্র্যাজেডির 'রানা প্লাজা'র তলে হারিয়ে গেছে। তার দাদী আমিনা কাঁদতে কাঁদতে বলেন, কি আর কমু বাবা মাঝে-মধ্যে যখন বায়না ধরে আম্মু যাব তখন বুকের ভিতর স্যাদ করে ওঠে, কোথায় পামু তার আম্মুকে। তাই নানান বুঝ দিয়ে শান্ত করে রাখি। এখনও আঁখি বলছে তার আম্মু ঢাকা গেছে কাজ করে অনেক টাকা-পয়সা আর তার জন্য নতুন জামা, আপেল, বিস্কুট আরও অনেক জিনিস আনবে। কিন্তু অবুঝ শিশুটি জানে না যে, তার মা আর কোন দিন তার জন্য জামা নিয়ে আসবে না। সাভার ট্র্যাজেডির ঘটনায় নিখোঁজ সালমার (২২) বাড়ি উপজেলার মাছাবান্দা ন'আড়ীর ভিটা এলাকায়। তার বাবার নাম সোলায়মান। কয়েক বছর আগে একই উপজেলার বড় কুষ্টারী এলাকার আবু তালেব মেকারের ছেলে আতিকুরের বিয়ে হয় বিয়ের কিছু দিন পর তাদের কোল জুড়ে আসে মেয়ে সন্তান সালমা অনেক আগে থেকেই আতিকুর ঢাকায় এক গার্মেন্টে কাজ করতো। সন্তান জন্মের প্রায় দেড় বছর পর দাদীর কাছে মেয়েকে রেখে কাজের সন্ধানে স্বামীর সঙ্গে চলে যায় ঢাকায়। যোগদান করে রানা প্লাজা'র ৩য় তলায়। ঘটনার দিন বুধবার বেতন নিতে গিয়েছিল সালমা। গার্মেন্টে যাওয়ার কিছুক্ষণ পর ধসে পড়ে 'রানা প্লাজা' আর ফিরে আসেনি বেতন নিয়ে। ওই ভবন ধসের পর থেকে নিখোঁজ হয় সালমা।
No comments