প্রতিবাদী চরিত্রে নাদিয়া
অভিনেত্রী নাদিয়া সম্প্রতি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন। সেখানে তিনি একজন গরিব ভ্যান চলকের মেয়ে। ছোটবেলায় তার মা মারা যায়। বাবাই তার একমাত্র আশ্রয়। এ নাটকে নাদিয়াকে একজন প্রতিবাদী নারী চরিত্রে দেখা যাবে। তিনি সমাজের নানা ধর্মীয় গোঁড়ামি ভেঙে নতুন সমাজ গড়তে চান। গ্রামের মেয়েদের শিক্ষিত করে তুলতে চান। মহিলাদের আÍনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু তা কি সম্ভব?
গ্রামের ক্ষমতাধররা এটা মেনে নিতে পারেন না। গ্রামের চেয়ারম্যানের ছেলের নজরে পড়েন তিনি। জীবনের চরম ক্ষতি হয়ে যায় তার। গর্ভে আসে চেয়ারম্যানের ছেলের সন্তান। তারপরও তিনি থেমে থাকেন না। চলে তার পরিবর্তিত কাজের কর্মসূচি। নাদিয়ার প্রতিবাদের মুখে এভাবেই ‘পরাণ কথা’ শিরোনামের ধারাবাহিক নাটকের গল্প এগিয়ে যেতে থাকবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। এ নাটক প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘নাটকের পাণ্ডুলিপি আমার পছন্দ হয়েছে। গ্রামের প্রতিবাদী নারী চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। দর্শকরা আমাকে এই নাটকে নতুনভাবে দেখতে পাবেন।’ নাটকটি মাছরাঙা চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।
No comments